Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

at e glace

এক নজরে

কৃষক, কৃষিকর্মী ও কর্মকর্তাদের কৃষি ভিত্তিক হালনাগাদ জ্ঞান- দক্ষতা বৃদ্ধির লক্ষ্যকে সামনে  রেখে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর অধীন ১৯৭৮ সালে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটি পাবনা, সিরাজগঞ্জ, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর ও কুষ্টিয়া জেলার কৃষি তথা আর্থ-সামাজিক উন্নয়নে যথেষ্ট ভূমিকা রেখে চলেছে। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডর সহায়তায় ৪ (চার) বৎসর মেয়াদী ডিপ্লোমা ইন এগ্রিকালচার কোর্স সাফল্যের সাথে পরিচালিত হচ্ছে। এছাড়াও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সহায়তায় বি.এজি.এড কোর্স চালু রয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাঠ পর্যায়ের কর্মকর্তা বিশেষ করে উপ-সহকারী কৃষি অফিসার ও অফিস স্টাফদের যথাক্রমে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ ও কম্পিউটার প্রশিক্ষণ কর্মসূচী গুলি এই প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হয়ে আসছে। এ ছাড়াও প্রতিষ্ঠানটি উক্ত জেলাগুলোর কৃষকদের স্বল্প মেয়াদী প্রশিক্ষণ কর্মসূচী বাস্তবায়ন করছে। অত্র ইনস্টিটিউট তার কৃষি খামার ও উদ্যান নার্সারীতে নতুন জাতের ফসল উৎপাদন প্রযুক্ত প্রদর্শন এবং বিভিন্ন ফলের জার্মপ্লাজম সংরক্ষণ করে থাকে, একই সাথে ভেষজ উদ্ভিদ প্রদর্শনী কার্যক্রম চলমান আছে। মানব সম্পদ উন্নয়ন ও সম্প্রসারণ কার্যক্রম আরও দক্ষ ও গতিশীল করার লক্ষ্যে প্রতিষ্ঠানের অবকাঠামোর উন্নয়ন, মাঠ কার্যক্রমের বিস্তার, শিক্ষক ও প্রশিক্ষকগণের দক্ষতার উন্নয়নসহ অন্যান্য সুযোগ সুবিধার উৎকর্ষতা সাধন প্রয়োজন। দারীদ্র ও ক্ষুদামুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে এ ধরনের প্রতিষ্ঠান উল্লেখযোগ্য অবদান রাখতে পারবে বলে আমাদের বিশ্বাস। সার ডিলার, কীটনাশক ডিলার ও সেচ ব্লক ম্যানেজারদের সংগঠিত করে প্রশিক্ষণ কর্মসূচীর আওতায় আনতে পারলে এলাকায় টেকসই প্রযুক্তির সম্প্রসারণ এবং আর্থ সামাজিক উন্নয়নে যথেষ্ট ভূমিকা পারবে বলে আমাদের বিশ্বাস। ছাত্র-ছাত্রীদের দ্বারা বিভিন্ন ফসলের জাতের প্রদর্শনী স্থাপনের মাধ্যমে উদ্ভাবিত নতুন প্রযুক্তির সম্প্রসারণের কাজ অব্যাহত রাখা হয়েছে। এছাড়াও প্রতি বছরেই রোপা আমন মৌসুমে আপদকালীন বীজতলায় চারা উৎপাদন করে পার্শ্ববর্তী জেলা ও উপজেলায় কৃষকদের মাঝে বিতরনের কাজ করে থাকে।

আয়তন ও বিভিন্ন অবকাঠামা

• মাঠের আয়তন - ১৫.৯১ হেক্টর

• আবাদী জমির পরিমাণ- ৭.০০ হেক্টর

• বাগান - ২.০০ হেক্টর |

• অফিস লন, ছাত্রাবাস/ছাত্রীনিবাস, লন ও বনজ বৃক্ষ - ১.২৪ হেক্টর

• অফিস, আবাসিক এলাকা, প্রশাসনিক ভবন, ও অন্যান্য – ৪.৬৭ হেক্টর

• পুকুর ৩টি -১.০০হেক্টর

ভৌত সুবিধাদি

ছাত্রাবাস :১টি, কক্ষ-৫৬টি, ধারণ ক্ষমতা - ২২৪ জন

ছাত্রীনিবাস :১টি, কক্ষ - টি, ধারণ ক্ষমতা- ২৪ জন

প্রশাসনিক ভবন :১টি

শ্রেণী কক্ষ :৩টি

ল্যাবরেটরী :১টি

লাইব্রেরী :১টি

খামার ভবন : ১টি

ওয়ার্কশপ :১টি

অধ্যক্ষের বাস ভবন :১টি

ঊর্ধ্বতন প্রশিক্ষক কোয়ার্টার : ৮টি

প্রশিক্ষক কোয়ার্টার : ৬টি

৩য় শ্রেণীর কোয়ার্টার: ৬টি

৪র্থ শ্রেণীর কোয়ার্টার: ৪টি

 

অধ্যক্ষ 

কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট

ঈশ্বরদী, পাবনা

 

Video Gallery (মুজিব বর্ষের অঙ্গীকার, কৃষি হবে দূর্বার)